১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৩

ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

 

উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) একটি জাতীয় পর্যায়ের এনজিও। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচীর (মাইক্রোফিন্যান্স) জন্য ব্রাঞ্চ ম্যানেজার পদে জরুরী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা :

-নূন্যতম স্নাতক/ সমমান
-অভিজ্ঞতা কমপক্ষে ১ বছর
-বয়স ৩৫ বছর অথবা এর নীচে
-জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঋণ পরিচালনাকারী সংস্থায় শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা
-মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কম্পিউটারে দক্ষ

কর্মস্হল : চট্টগ্রাম বিভাগ

বেতন সীমা : ২০,০০০ – ২৩,০০০ টাকা। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বছরে ২টি উৎসব বোনাস, মটরসাইকেল জ্বালানী খরচ, ২টি ঈদ উৎসবে বাড়ি যাতায়াত এর খরচ সংস্থা কর্তৃক বহন ও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ :  জুলাই ১০, ২০১৭

আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীগনকে ১ কপি ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সকল সার্টিফিকেটের অনুলিপি এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র  প্রেরণ করতে বলা হলো। প্রার্থীকে চাকরিতে যোগদানের সময় সংস্থার বিধিমালা অনুযায়ী ০১ মাসের বেতন সম পরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে।

ইউডিপিএস,
মানব সম্পদ উন্নয়ন বিভাগ,
প্রধান কার্যালয়, ৫/১০, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
অথবা
ইউডিপিএস, মানব সম্পদ উন্নয়ন বিভাগ, ইউটিআই কমপ্লেক্স, ভাইপাগলা মাজার লেন, মালতিনগর, বগুড়া-৫৮০০।

প্রকাশ :জুলাই ১, ২০১৭ ১২:৫৩ অপরাহ্ণ