২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৭

বাংলায় হাড্ডাহাড্ডি টক্করে দুই প্রতিদ্বন্দ্বী দেব এবং জিৎ

বিনোদন ডেস্ক:

ঈদকে সামনে রেখেই ময়দানে নেমেছিলেন ভারতের জনপ্রিয় তিন সুপারস্টার। টলিউডের দুই নায়ক জিৎ ও দেবের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সঙ্গে সালমানের টিউবলাইট।

বাংলায় হাড্ডাহাড্ডি টক্করে দুই প্রতিদ্বন্দ্বী দেব এবং জিৎ। প্রথমবার প্রযোজকের আসনে দেব, তাই চিন্তাও ছিল দ্বিগুন। এমনিতেও ছবি কর মুক্ত হওয়ায় একটু বেশিই আশা ছিল সবার। আশাপূর্ণ করে ছবি চ্যাম্প। প্রথমদিনই ৩৫ লাখ টাকার ব্যবসা করে ক্রীড়া নির্ভর এই ছবি, দ্বিতীয়দিন তা বেড়ে দাঁড়ায় ৪০ লাখ টাকা। মোট ব্যবসা ৭৫ লাখ টাকা।

তবে বস ২ও সমানে সমানে এগিয়েছে। ছবির প্রথমদিন ব্যবসা করে ৩০ লাখ টাকার। দ্বিতীয় দিনের কালেকশন ৪০ লাখ টাকা। ৭০ লাখ টাকার মোট ব্যবসা জিৎ-শুভশ্রী ও নুসরতের এই ছবি। দেবের কাঁধের উপর নিশ্বাস ফেলছেন জিৎ।

এদিকে শুক্রবার মুক্তিপ্রাপ্ত সালমানের ছবি টিউবলাইট প্রথম দিনেই ২১.১৭ কোটির ব্যবসা করে। ঈদ উপলক্ষে সুলতান যেখানে ৩৬ কোটি ও বজরঙ্গি ভাইজান যেখানে ২৭ কোটির ওপর ব্যবসা করেছিল, সালমানের এইসব ছবির ব্যবসা দেখে একটু হতাশ ভাইজান খ্যাত এই সুপারস্টার।

দ্বিতীয়দিনেও ছবির ব্যবসা ২১.১৫ কোটি। দু’দিনে মোট ব্যবসা করে মাত্র ৪৩ কোটির। সালমানের ছবি তিনদিনেই ১০০ কোটি ছুঁয়ে ফেলে, সেখানে এই কালেকশনে একটু মন খারাপ তার ভক্তদের।

তবে তার ছবি প্রথম দিকে একটু কম ব্যবসা করলেও ঈদের দিন থেকেই আসল ব্যবসা শুরু করে। তাই ভারতের প্রায় ৪৩৫০টি স্ক্রিনে মুক্তিপ্রাপ্ত এই ছবির দিকেই তাকিয়ে সকলে। খবর ২৪ ঘণ্টার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৭, ২০১৭ ১২:৩৪ অপরাহ্ণ