২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০০

সাকিব-মোস্তাফিজ টি-টুয়েন্টির সেরা দশেই

স্পোর্টস ডেস্ক:

আইসিসির সর্বশেষ প্রকাশিত টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষ দশেই অবস্থান করছেন বাংলাদেশের দুই প্রতিনিধি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ছয়ে অবস্থান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। সাকিব আল হাসান রয়েছেন নয় নম্বর অবস্থানে। বোলিং র‌্যাঙ্কিংয়ে ইমরান তাহিরকে সরিয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানি  স্পিনার ইমাদ ওয়াসিম। দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির নেমে গেছেন তিন নম্বরে। দুই নম্বরে অবস্থান জাসপ্রিত বুমরাহর। সম্প্রতি বল হাতে সময়টা ভালো যাচ্ছে না মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বল হাতে তেমন কিছু করতে পারেন নি বাংলাদেশের এই দুই ভরসার প্রতিক। তবে টি-টুয়েন্টির সেরা দশে তাদের অবস্থান অনুপ্রাণিতই করবে।
এদিকে অলরাউন্ড র‌্যাঙ্কিংয়ে যথারিতি শীর্ষে অবস্থান করছেন সাকিব আল হাসান। ওয়ানডে, টেস্ট এবং টি-টুয়েন্টি তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার সাকিব। টি-টুয়েন্টির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে  শীর্ষে আছেন বিরাট কোহলি। এই তালিকায় বাংলাদেশিদের মধ্য সেরা দশে আছেন একজনই। ১০ নম্বরে অবস্থান করছেন সাব্বির রহমান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৭, ২০১৭ ১২:১৯ অপরাহ্ণ