২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:২৮

ব্রেক্সিটের পরও বাংলাদেশের শূন্য শুল্কের সুবিধা

দৈনিক দেশজনতা ডেস্ক:

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশসহ ৪৮টি উন্নয়নশীল দেশকে বিনা শুল্কে রপ্তানি করার বিশেষ সুবিধা অব্যাহত রাখবে ব্রিটেন।

এ ব্যাপারে ব্রিটেন সরকার রোববার জানায়, ব্রেক্সিটের পরও ইইউয়ের করা চুক্তিটি অব্যাহত রাখা হবে। এই বিষয়ে ব্রিটিশ আন্তর্জাতিক সহায়তা বিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, “আমাদের এই প্রতিশ্রুতি বিশ্বের দরিদ্র মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করবে।”

ইউরোপীয় ইউনিয়নের দেওয়া সুবিধে অনুযায়ী ব্রিটেনসহ ইউরোপীয় দেশগুলোর ব্যবসায়ীরা ৪৮টি উন্নয়নশীল দেশ থেকে বিনা শুল্কে পণ্য আমদানি করতে পারে। পরিমাণে বছরে তা ১৯০০ কোটি পাউন্ডেরও বেশি। ব্রিটেনে তৈরি পোশাকের ৪৫ শতাংশই রপ্তানি হয় এই ৪৮টি দেশের কয়েকটি থেকে। যার মধ্যে রয়েছে বাংলাদেশও।

ব্রিটেন বাংলাদেশি পণ্যের তৃতীয় বৃহত্তম ক্রেতা। গত অর্থবছরে বাংলাদেশ প্রায় ৪০০ কোটি ডলার পণ্য ব্রিটেনে রপ্তানি করে। যার সিংহভাগই ছিল তৈরি পোশাক।

অবশ্য ব্রেক্সিটের পর থেকে বাংলাদেশের রপ্তানিকারকরা ব্রিটেনের বাজার নিয়ে বেশ অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তবে রোববারের ঘোষণার পর সেই অনিশ্চয়তার অবসান হল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৭, ২০১৭ ১২:১২ অপরাহ্ণ