২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:১৭

আজও যানবাহনের চাপ শিমুলিয়া ঘাটে

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় আজও ঘরমুখো মানুষের ব্যাপক চাপ লক্ষ করা গেছে। গতকাল শনিবার থেকেই ঘাটে যানবাহনের চাপ বেড়েছে।

জানা যায়, আজ সকাল থেকে শিমুলিয়া ঘাট এলাকায় চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। লঞ্চ, সিবোট ও ফেরিঘাট এলাকায় পোশাক শ্রমিকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এ ছাড়া ঢাকা-মাওয়া মহাসড়কে তিন কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী বলেন, আজ সকাল থেকে পাঁচ শতাধিক যানবাহন ফেরি পার হয়েছে। ঘাটে এখন চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। ঘাটে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংখ্যাই বেশি।

এসময় গিয়াস উদ্দিন আরো বলেন, মাওয়া চৌরাস্তা থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৫, ২০১৭ ৫:১২ অপরাহ্ণ