১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

মংলায় বৃষ্টির কারনে কেনাকাটায় বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক:

দরজায় কড়া নাড়ছে খুশির ঈদ। নতুন জামা-প্যান্ট জুতা কেনা হবে। বাবা-মায়ের হাত ধরে সেই আনন্দে হাঁটছে ছোট্ট তারেক(৫)।

হঠাৎই বৃষ্টি! বাবা মায়ের সাথে দৌঁড়ে পাশের একটি দোকানে আশ্রয় নিতে গিয়ে ঘটে বিপত্তি। রাস্তায় পড়ে ভিজে যায় ছোট্ট তারেকের শরীর।

কর্দোমাক্ত তারেককে নিয়ে নিরূপায় হয়ে বাড়ি ফিরে যায় বাবা-মা। এটা রোববার সকালে মংলার সিঙ্গাপুর মার্কেটের একটি ঘটনা।

থেমে থেমে বৃষ্টিতে ঈদের একদিন আগে রোববার দুপুর দুইটা পর্যন্ত এভাবে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে মানুষের ঈদ আনন্দে।

মংলা ঘাস ফড়িং ফ্যাসন হাউজের সত্ত্বাধিকারী এমএম ফারসাল বলেন ‘সোমবার ঈদ হতে পারে। সে হিসেবে আজ (রোববার) আমাদের বেচা-কেনার ধুম থাকবে। সেটাই স্বাভাবিক। কিন্তু থেমে থেমে বৃষ্টিতে মানুষ ঘর থেকে বের হতে না পেরে ঈদ আনন্দটাই যেন কর্দোমাক্ত হয়ে যাচ্ছে। তারপরেও বৃষ্টি কমা মাত্র কাস্টমাররা আসছেন ঈদের কেনা কাটা করতে।’

এদিকে ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. শাহিনূল ইসলাম বলেন ‘যদি সোমবার (২৬ জুন) বাংলাদেশে ঈদ হয় সেক্ষেত্রে মংলায় ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। যদি হয় ছিটেফোঁটা বৃষ্টি হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২৫, ২০১৭ ৫:২১ অপরাহ্ণ