২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৫৭

তামিমের ফিফটিতে বাংলাদেশের শতক

ক্রীড়া প্রতিবেদক :

 চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচা-মরার ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ২২ রানে ব্যক্তিগত ৩ রানে ফিরে গেছেন সৌম্য সরকার। জশ হ্যাজেলউডের বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডকে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান।
সৌম্যর সরকারের পর দ্রুত ফিরে গেছেন ইমরুল কায়েসও। প্যাট কামিন্সের বলে কাভার পয়েন্টে অ্যারন ফিঞ্চকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান (৬)। বাংলাদেশের স্কোর তখন ২ উইকেটে ৩৭।

উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মুশফিকুর রহিম। মইসেস হেনরিকেসের বলে এলবিডব্লিউ হয়েছেন বাংলাদেশের উইকেটকিপার (২০ বলে ৯)।  তার বিদায়ে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

প্রথম ম্যাচে আট ব্যাটসম্যান খেলানো বাংলাদেশ দলে আজ প্রত্যাশিতভাবেই একটি পরিবর্তন হয়েছে। দলে এসেছেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন।

অস্ট্রেলিয়া দলেও একটি পরিবর্তন এসেছে। পেসার জন হ্যাস্টিংয়ের জায়গায় দলে এসেছেন লেগ স্পিনার অ্যাডাম জামপা।

লন্ডনের কেনিংটন ওভালে দিবারাত্রির ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৬টায়।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৭ ওভারে ১০২/৩।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি (১৭৫) ওয়ানডে খেলায় আজ মোহাম্মদ আশরাফুলের রেকর্ড ছুঁয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।

বাংলাদেশ প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে। বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। আজ হারলে বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশা শেষ হয়ে যাবে। অস্ট্রেলিয়া হেরে গেলে ঝুলে যাবে তাদের সম্ভাবনাও।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মইসেস হেনরিকেস, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, অ্যাডাম জামপা, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ৫, ২০১৭ ৭:৫০ অপরাহ্ণ