২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৪

আগারগাঁওয়ে দালাল চক্রের ১৫ জনকে সাজা

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-২ সদস্যরা। এ সময় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম। র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. অহিদ উল্লাহ সরকারের নেতৃত্বে সোমবার দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা অভিযানে দালাল চক্রের ১৫ জনকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে স্বপন মিয়া ও হেলালকে ১ মাসের এবং আসাদুল হুদা, ওয়াহিদ হোসেন বাবু, শামীম সিকদার, দেলোয়ার হোসেন, আহাদ উল্লাহ, ইশতিয়াক ইসলাম ও রেজাউল ইসলামকে ১৫ দিনের দণ্ড দেয়া হয়েছে। এছাড়া ফারুক সরকার ও নাসির মোল্লাকে ১০ দিন,  কামাল হোসেন, শাহীন মোল্লা, মোসা. নয়ন তারাকে ৭ দিন এবং  মোসা: মিনুকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। দন্ডপ্রাপ্ত সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ৫, ২০১৭ ৭:৫৪ অপরাহ্ণ