ডিএমপি জানায়, ঈদ সামনে রেখে রাজধানীর সব মার্কেট ও শপিংমলকেন্দ্রিক নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার মধ্যে রয়েছে শপিংমল ও মার্কেটকেন্দ্রিক নিরাপত্তা এবং এর চারপাশের ট্রাফিক ব্যবস্থা।
মার্কেটের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক পুলিশি পাহারা, থাকছে নারী পুলিশের বিশেষ দল। মার্কেটে ইভটিজিং প্রতিরোধে কাজ করছে বিশেষ ইউনিট। মার্কেটের সামনে যানজট এড়াতে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে কমিউনিটি পুলিশ। রাতে ঈদ কেনাকাটার পর নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে রয়েছে টহল পুলিশের একাধিক দল। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে মার্কেটে যাতে সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থা থাকে, তা মার্কেট কমিটির সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা হয়েছে। শপিংমলের অধিক জনসামাগমস্থলে পকেটমার, ছিনতাইকারী ও অজ্ঞান-মলম পার্টি প্রতিরোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি কাজ করছে সাদা পোশাকের পুলিশ।
দৈনিক দেশজনতা/এন আর