১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৩

শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী ও আলোচনাসভা

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ

“আমি প্রকৃতির,প্রকৃতি আমার” এ শ্লোগানকে সামনে রেখে সোমবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিভিন্ন বেসরকারী সংগঠনের সহায়তায়  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে র‌্যালী শেষে উপজেলা হল রুমের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের কর্মকর্তা আঃ রশিদ, এনজিএফ পরিচালক লুৎফর রহমান, লির্ডাস পরিচালক মোহন কুমার মন্ডল, ওয়াল্ডভিশন শ্যামনগরের কর্মকর্তা আঃ ছাত্তার, ফ্রেন্ডশিপ কর্মকর্তা আক্তারুজ্জামান শিকদার,সাংবাদিক রনজিৎ বর্মন ,ছাত্রী জান্নাতুল ফেরদেীস প্রমুখ। সভায় বক্তারা সুন্দরবন সুরক্ষা,ইটভাটায় কাঠ না পোড়ানো,এলাকায় বেশী বেশী বৃক্ষ রোপন, খাল গুলি পুনঃ খনন এর উপর গুরুত্বারোপ সহ পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান। সভার সভাপতি  বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় শপথ বাক্য পাঠ করান।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ৫, ২০১৭ ৭:৩৮ অপরাহ্ণ