১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৮

গফরগাঁওয়ে এমপির সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গফরগাঁও প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম এহছান, এডভোকেট এর নেতৃত্বে কর্মকর্তারা ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের জাতীয় সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেলের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছে।
গত রোববার বিকেল ৪ টায় দিকে উপজেলার বাগুয়াস্থ গ্রামের এমপি সাহেবের বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শুরুতেই ফাহ্মী গোলন্দাজ বাবেল এমপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম এহছান, এডভোকেটসহ অন্যান্য কর্মকর্তারা। মতবিনিময়কালে কর্মকর্তারা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং বলেন ইতোমধ্যে ময়মনসিংহ বিভাগ ও জেলা পর্যায়ে দুইবার গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রথম স্থান লাভ করেছেন। জবাবে ফাহ্মী গোলন্দাজ বাবেল এমপি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, আগামীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল কার্যক্রমে সাহায্য ও সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন। এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শফিকুল কাদির, সহ-সভাপতি নিরুপমা দেবনাথ, সাধারণ সম্পাদক রফিকুল বাসার, সদস্য আজিম উদ্দিন মাষ্টার, গোলাম মাহমুদ ফারুকী, আলতাফ গোলন্দাজ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শামছুল হকসহ রাজনৈতিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ৫, ২০১৭ ৭:৩০ অপরাহ্ণ