পাবনা সংবাদদাতা:
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ২৩ কেজি গাজা উদ্ধার ও ৩ জনকে আটক করেছে। থানা সূত্রে জানা যায় রবিবার রাতে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একদল ফোর্স সুজানগর-আতাইকুলা সড়কের আতাইকুলা দক্ষিণ পাড়ার শহিদ চৌধুরির বাড়ীর পশ্চিম পার্শ্বে ওৎ পেতে থেকে আতাইকুলা অভিমুখি একটি যাত্রী বাহী ব্যাটারী চালিত ইজি বাইকের গতিরোধ করে। বাইক তল্লাশী করে প্লাস্টিকে মোড়ানো ৪টি প্যাকেটে ২৩ কেজি গাজা সহ ৩ জনকে আটক করে। আটক কৃতরা হলেন- আতাইকুলা থানার সড়াডাঙ্গী গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে জাইদুল ইসলাম(৩০), জাইদুলের মা হামিদা খাতুন(৪৫) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মানিকদি গ্রামের মাহাতাবের স্ত্রী দিলুরা খাতুন (৫০)।
আতাইকুলা থানার অফিসার ইনচাজ আব্দুর রাজ্জাক জানান, আটক কৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা সুজানগর থানার তাঁতিবন্দ এলাকা থেকে গাজা নিয়ে আসছিল। ওসি আরো জানান, থানা স্থাপিত হওয়ার পর এটাই গাজা উদ্ধারের সবচেয়ে বড় চালান। এ ব্যাপারে আতাইকুলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন আর