নিজস্ব প্রতিবেদক:
সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানান, কর্মী নিয়োগে দালাল বা মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম হ্রাসে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং অন্যূন ৫ লাখ টাকা অর্থদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান রেখে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ আইন প্রণয়ন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদে একথা বলেন তিনি।
তিনি জানান, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দোষী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৬ সালে বিদেশে কর্মী প্রেরণ বৃদ্ধি সত্ত্বেও রেমিটেন্স পরিমাণ হ্রাস পেয়েছে। সরকার রেটিটেন্স প্রবাহ হ্রাস পাওয়ার কারণ অনুসন্ধান এ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ গ্রহন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর নামে হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ রেমিটেন্স হ্রাসের অন্যতম কারণ। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবৈধ পথে রেমিটেন্স প্রেরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গৃহকর্মী প্রেরণের ক্ষেত্রে শুধু সৌদি আরবের ওপর সরকার নির্ভরশীল নয়। এ পর্যন্ত বিশ্বের ৭০টি দেশে ৬ লাখ ১৭ হাজার ৩৮৬ জন গৃহকর্মী প্রেরণ করা হয়েছে। এ সকল দেশে গৃহকর্মী প্রেরণ অব্যাহত রাখার পাশাপাশি অন্যান্য দেশেও গৃহকর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের রয়েছে।
দৈনিক দেশজনতা/এন আর