রকমারি ডেস্ক:
১৩ বছর আগে চুরি হয়েছিল এক জোড়া ‘যাদুর জুতো’।বিশ্বখ্যাত ক্লাসিক মিউজিক্যাল চলচ্চিত্র ‘দ্য উইজার্ড অব অজ’-এ প্রধান চরিত্রে অভিনয়শিল্পী পরেছিলেন এই জুতো।ডরোথির ‘রুবি স্লিপারস’ ছিল দ্য উইজার্ড অব অজ চলচ্চিত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। গল্পে এর ছিল যাদুকরী ক্ষমতা।সেই জুতোর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
২০০৫ সালে ওই জুতো জোড়া যুক্তরাষ্ট্রের মিনেসোটা জাদুঘর থেকে চুরি হয়েছিল। সেটি জাদুঘরের জানালা ও কাচের কেস ভেঙে নিয়ে যাওয়া হয়।
এই জুতো জোড়া ব্যবহারের পর ১০ লাখ মার্কিন ডলারের বীমা করা হয়েছিল।বিশেষজ্ঞদের মতে, এর মূল্য এতদিনে দ্বিগুণ হয়ে গেছে।
জাদুঘর থেকে চুরি যাওয়ার পর ওই জুতো সম্পর্কে যেকোনো সহায়ক তথ্য দেয়ার জন্য ১০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা দেয়া হয়।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এফবিআইয়ের স্পেশাল এজেন্ট জোয়েন স্যানবর্ন জানান, চুরি যাওয়া রুবির জুতো জোড়া সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পেয়েছেন তারা।
তবে কোথায়, কীভাবে সেগুলো পাওয়া গেছে সে বিষয়ে জানানো হয়নি।