রকমারি ডেস্ক: ১৩ বছর আগে চুরি হয়েছিল এক জোড়া ‘যাদুর জুতো’।বিশ্বখ্যাত ক্লাসিক মিউজিক্যাল চলচ্চিত্র ‘দ্য উইজার্ড অব অজ’-এ প্রধান চরিত্রে অভিনয়শিল্পী পরেছিলেন এই জুতো।ডরোথির ‘রুবি স্লিপারস’ ছিল দ্য উইজার্ড অব অজ চলচ্চিত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। গল্পে এর ছিল যাদুকরী ক্ষমতা।সেই জুতোর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ২০০৫ সালে ওই জুতো জোড়া যুক্তরাষ্ট্রের মিনেসোটা জাদুঘর থেকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর