১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৮

সাভারে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট:
ঢাকার সাভার থানা রোডের এনাম মেডিকেল কলেজ সংলগ্ন বিসমিল্লাহ টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

১২ তলা বাণিজ্যিক ও আবাসিক এই ভবনের পার্কিংয়ে থাকা ১০-১৫টি গাড়ি পুড়ে গেছে। এছাড়া অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ভবনে থাকা ৩০-৪০টি পরিবারের সদস্যরা আতঙ্কে নিচে নেমে আসেন। এছাড়া এই ভবনের নিচতলা ও দোতলায় দুটি মার্কেট রয়েছে।

ভবনটির বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান নিরাপত্তাকর্মীরা।

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৮ ৩:৫৯ অপরাহ্ণ