২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫০

এলগারের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক:

অপরাজিত থেকে বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার। ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের সমান তৃতীয়বারের মতো টেস্ট ফরম্যাটে ব্যাট হাতে ইনিংস শুরু করে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। কেপটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে তৃতীয় ম্যাচে প্রথম ইনিংসে ওপেনার হিসেবে খেলতে নেমে ১৪১ রানে অপরাজিত থাকেন এলগার। ফলে বিশ্বরেকর্ডের তালিকায় নাম তুললেন তিনি।

টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বার এমন কৃতিত্ব গড়লেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। সর্বোচ্চ তিনবার করেছেন হেইন্সও। ১৯৮৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত নিজের তিনটি ইনিংসে অপরাজিত ছিলেন হেইন্স। দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত ৪৮টি টেস্ট খেলেছেন এলগার। এর মধ্যে সর্বশেষ ২৭টি টেস্টের মধ্যে তিনবার ইনিংসে ওপেনার হিসেবে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ২০১৫ সালের ডিসেম্বরে ডারবানে বক্সিং-ডে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবার ওপেনার হিসেবে খেলতে নেমে দলের ইনিংস শেষেও ১১৮ রানে অপরাজিত থাকেন এলগার। এরপর চলতি বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে জোহানেসবার্গে অপরাজিত ৮৬ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার পক্ষে ছয়জন ব্যাটসম্যান আটবার এমন ইনিংস খেলেন। এর মধ্যে এলগারই তিনবার। টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে আটবার আটজন ব্যাটসম্যান ইনিংস শুরু করে ইনিংস শেষে অপরাজিত থাকেন। এই তালিকায় সর্বশেষ অন্তর্ভুক্ত হলেন এলগার।

টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দু’বার করে ইনিংস শুরু করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার বিল উডফুল-বিল লরি, ইংল্যান্ডে লেন হটন ও নিউজিল্যান্ডের গ্লেন টার্নার। ইনিংস শুরু করে শেষ পর্যন্ত একবার করে অপরাজিত থাকা ব্যাটসম্যানদের তালিকায় আছে বাংলাদেশের ওপেনার জাভেদ ওমর গুল্লু। ২০০১ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনার হিসেবে খেলতে নেমে শেষ পর্যন্ত ৮৫ রানে অপরাজিত ছিলেন জাভেদ ওমর বেলিম গুল্লু।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ২:০০ অপরাহ্ণ