বিনোদন ডেস্ক:
চ্যানেল আই-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব ২০১৮’। এবার বসছে চতুর্থ আসর। চ্যানেলটির কার্যালয়ের ছাদ বারান্দায় বুধবার সন্ধ্যায় শুরু হয়ে উৎসব শেষ হবে বৃহস্পতিবার সকাল ৯টায়। আর সরাসরি সম্প্রচার হবে চ্যানেল আই-এ।
এ উৎসবে অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগসহ দেশের ৩৪টি সংগীত প্রতিষ্ঠান ও ১৫০ জন শিল্পী। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ২০০ নবীন শিল্পীর অংশগ্রহণ। এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয় মঙ্গলবার। ওই সময় চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘শুদ্ধসংগীত চর্চার প্রসারে প্রথম থেকেই চ্যানেল আই কাজ করে আসছে। খেয়াল ও উচ্চাঙ্গ সংগীত সম্পর্কে মানুষের জানা কম। তবে চ্যানেল আই ও বেঙ্গলের সুবাদে মানুষ এখন উচ্চাঙ্গ সংগীতকে বুঝতে শুরু করেছে, শুদ্ধসংগীত চর্চাকে খুঁজছে। এ উৎসবটিও দেশের সংগীতের প্রসারে একটি পর্যায়ে পৌঁছাবে।’
সংবাদ সম্মেলনে আরো ছিলেন ড. নাশিদ কামাল, করিম শাহাবুদ্দিন, ড. পদ্মিনী দে, অশিত রায়, ড. হারুনুর রশিদ, সংস্কৃতি কেন্দ্রের সাধারণ সম্পাদক সেলিনা আজাদ, আলিফ প্রমুখ।
দৈনকদেশজনতা/ আই সি