নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় একজন মারা গেছেন। এ ঘটনায় একটি বাসে আগুন এবং আরেকটি বাসে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা। বুধবার সকালে ঘটে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে গাজীপুরের টঙ্গীতে সড়ক পারাপারের সময় গাজীপুরগামী অনাবিল পরিবহনের একটি বাস আকিজ গ্রুপের বিক্রয়কর্মী মফিজ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে ওই বিক্রয়কর্মীকে পোশাক শ্রমিক ভেবে কারখানা শ্রমিক ও এলাকাবাসী একটি বাসে আগুন এবং আরেকটি বাস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

