দৈনিক দেশজনতা ডেস্ক:
আমাদের দেশের সবচেয়ে প্রাচীন যাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর । শতবছরেরও বেশি বয়সী যাদুঘরটি এই অঞ্চলের সর্ব প্রথম জাদুঘর । ১৯১৩ সালে জাদুঘরটি প্রতীষ্ঠা করেছিলেন কুমার শরৎকুমার রায়। বাংলার সভ্যতার ইতিহাস উদ্ঘাটন, সংরক্ষণই এই জাদুঘরের মূল লক্ষ্য।
বর্তমানে জাদুঘরে ১৫ হাজারেরও বেশি প্রত্নতাত্বিক নিদর্শন রয়েছে। হাজার বছরের প্রাচীন সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে এখানে। দেখতে পাবেন মহেঞ্জোদারো সভ্যতা থেকে সংগৃহীত পাথরের মূর্তি, প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন যেমন রয়েছে তেমনি আছে খৃষ্টীয় একাদশ শতকের বুদ্ধ মূর্তি, ভৈরবের মাথা, গঙ্গা মূর্তিসহ আরও এমন অনেক নিদর্শন যার দেখা পাবেন শুধু এখানেই।
বিভিন্ন প্রাচীন মুদ্রার মধ্যে আছে মোঘল আমলের রৌপ্র মুদ্রা, গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণমুদ্রা, সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা ইত্যাদি। প্রাচীন নানান পুঁথির দেখাও পাবেন আপনি। এখানে প্রায় ৫০০০ পুঁথি রয়েছে যার মধ্যে ৩,৬৪৬টি সংস্কৃত আর বাকিগুলো বাংলায় রচিত। চিত্রকর্মের ধারাবাহিকতায় দেখতে পাবেন পাল যুগ থেকে শুরু করে মুসলিম যুগ পর্যন্ত বিখ্যাত শিল্পীদের অসাধারণ সব চিত্র। নুরজাহানের পিতা ইমাদ উদ দৌলার অঙ্কিত চিত্রও এখানে রয়েছে।
প্রাচীন ইতিহাসকে জানতে সমৃদ্ধ এই জাদুঘরে ঘুরে আসতে পারেন আপনি। শিশু-কিশোরদের জন্য এটি হতে পারে একটি শিক্ষামূলক জায়গা। তাই যে কোন শিক্ষা সফরে বা সন্তানদের মধ্যে কাছাকাছি কোথাও ঘুরে আসতে চাইলে বরেন্দ্র যাদুঘর হতে পারে দূর্দান্ত একটি ভ্রমণ গন্তব্য। সাথে ঘুরে বেড়াতে পারেন পদ্মায়। অবশ্যই যাবেন পুঠিয়া রাজবাড়ি।
কীভাবে যাবেন:
ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশ পথে রাজশাহী যাওয়া যায়। ঢাকার কল্যাণপুর ও গাবতলী থেকে দেশ ট্রাভেলস ও গ্রীন লাইন পরিবহনের এসি বাস যায় রাজশাহী। ভাড়া ৮শ’ থেকে ১ হাজার টাকা। এছাড়া ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে শ্যমলি পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, ন্যাশনাল ট্রাভেলস, বাবলু এন্টারপ্রাইজ প্রভৃতি পরিবহন প্রতিষ্ঠানের বাস যায় রাজশাহী। ভাড়া ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা।
ঢাকার কমলাপুর থেকে রোববার ছাড়া সপ্তাহের প্রতিদিন দুপুর ২টা ৪০ মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেস এবং মঙ্গলবার ছাড়া প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস। ভাড়া শোভন চেয়ার সাড়ে ৩শ’ টাকা, স্নিগ্ধা ৬০৪ টাকা, এসি সিট ৭২৫ টাকা, এসি বার্থ ১০৮১ টাকা।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ (সর্বনিম্ন ভাড়া ৩ হাজার ৩শ’ টাকা), ইউনাইটেড এয়ারের (সর্বনিম্ন ভাড়া ৪ হাজার ২৫০ টাকা) বিমান চলাচল করে রাজশাহীতে।
দৈনিক দেশজনতা/এমএইচ