দেশজনতা ডেস্ক:
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদীদের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে স্বীকৃত জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন করেন। ইহুদীদের প্রার্থনার জন্য অনুমোদিত স্থানে দাঁড়িয়ে দুই স্মরণীয় পাথরের মাঝখানে একটি নোট যোগ করেন, তাঁর আগে দেয়াল ধরে প্রার্থনা করেন তিনি। এ সময় ওয়েস্টার্ন ওয়ালের ধর্মীয় গুরু শামুয়েল রবিনোউইজ তাঁর সাথে ছিলেন। এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন করেন। সেই সাথে ডোনাল্ট ট্রাম্পের নাম ঢুকে গেল ইতিহাসের পাতায়। তাঁর আগে ২০০৮ সালে বারাক ওবামা এ পবিত্র স্থান পরিদর্শন করেন কিন্তু সেটা ছিল নির্বাচনী প্রচারণার উদ্দেশ্য এবং তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পূর্বে।
এ সময় সেখানকার ইহুদি ধর্মগুরুদের সাথে দীর্ঘক্ষণ আলাপ করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। দেয়াল ধরে প্রার্থনা করার পর দু’জন ইহুদী ধর্মগুরু তাদের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করে শুনান। সেই কিতাব হাতে নিয়ে বেশ কয়েকটি ছবিও তুলেন ট্রাম্প। সে সময় ট্রাম্পের সাথে ছিলেন তার মেয়ে জামাই জেরেড কুশনার। জেরেড কুশনার নিজেও একজন ইহুদী ধর্মাবলম্বী। তিনি ট্রাম্পের পরই প্রার্থনা করেন। প্রার্থনার সময় উভয়ের মাথায় ছিল ইহুদীদের কালো টুপি। তাঁদের সাথে ট্রাম্প কন্যা ও কুশনারের স্ত্রী মেলানিয়া ট্রাম্পও সেখানে উপস্থিত ছিলেন, তিনি নারীদের জন্য সংরক্ষিত স্থান থেকে প্রার্থনা করেন। কুশনারকে বিয়ে করার মাধ্যমে মেলানিয়া ইহুদী ধর্মান্তরিত হন।
ইহুদী ধর্মীয় গুরু শামুয়েল রবিনোউইজ ইসরায়েল রেডিওকে বলেন, “তিনি মার্কিন এ নেতার সাথে দুটি ধর্মীয় গীত পাঠ করেন। তার মধ্যে ছিল বাইবেলের গীত ১২২, যেখানে জেরুজালেমকে অবিচ্ছিন্ন শহর হিসেবে বর্ণনা করা হয়েছে।”
জেরুজালেমের এ অংশের প্রাচীন পাথরগুলো ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের মাধ্যমে ইসরায়েল দখল করে নেয়। দেশটি জেরুজালেমকে তার অবিভক্ত রাজধানী বলে মনে করে, যদিও এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।
রবিনোউইজ আরো বলেন, “ট্রাম্প বলেছেন যে, তিনি ইহুদীদের পবিত্র স্থান ওয়েস্টার্ন ওয়ালের তাৎপর্য অনুধাবন করতে পেরেছিলেন, যে জন্য তিনি ইসরায়েলের প্রথম সফরকালে এ স্থান পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি নিশ্চিত যে আবার এখানে আসবেন, সম্ভবত আরো অনেকবার।”
ওয়েস্ট্রার্ন ওয়াল নিয়ে ট্রাম্পের আগ্রহ সম্পর্কে এ ধর্মীয় গুরু আরো বলেন, “তিনি ওয়েস্টার্ন ওয়ালের আকার আকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। আমরা তাঁকে মানচিত্র দেখিয়েছি, অতীতে এটি কি রকম ছিল আর এখন কি অবস্থায় আছে, খননকার্যের মাধ্যমে কি পাওয়া গিয়েছে।”
এ দেয়ালটির বহির্ভাগ অংশ উচ্চতায় ৬০ ফুট (২০ মিটার), যেটি প্রাচীন দ্বিতীয় ইহুদি মন্দির কাঠামোর অংশ, ৭০ খ্রিস্টাব্দে রোমানদের দ্বারা ধ্বংস হয়ে যাওয়া প্রাচীন শহরের অন্যতম নিদর্শন।
ইহুদিদের সবচেয়ে পবিত্রতম এ স্থানটি টেম্পল মাউন্ট নামে পরিচিত, মুসলমানদের জন্য এটি পুণ্যস্থান যেখানে আল আকসা মসজিদ, ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে যেটি পরিচিত যার শীর্ষে স্বর্ণের গম্বুজ স্থাপিত আছে। ট্রাম্পের সফর উপলক্ষ্যে সোমবার এ স্থানের চারটি অংশ যেগুলো মুসলিম, ইহুদী, খ্রীস্টান ও আর্মেনীয়দের জন্য সংরক্ষিত, সেগুলো সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়।
ট্রাম্পের ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শন নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে। মূলত ইসরায়েল প্রধানমন্ত্রী এর মাধ্যমে এ স্থানের দাবীর প্রতি ট্রাম্পকে সংযুক্ত করতে চেয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ স্থানটিকে পূর্ব জেরুজালেমের অংশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, যেটি ৫০ বছর আগে ইসরায়েল দখল করে নেয় এবং যেটিকে ফিলিস্তিন ভবিষ্যতে পূর্ণাংগ রাষ্ট্রের জন্য রাজধাবী হিসেবে দাবী করছে।
দৈনিক দেশজনতা/এন এইচ