বিনোদন ডেস্ক:
দেশের জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ঘরে এসেছে ইউটিউবের স্বীকৃতি। প্রতিষ্ঠানটির নিজস্ব ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশনা এবং এর জনপ্রিয়তার বিচার বিশ্লেষণ করে সম্প্রতি প্রদান করেছে সম্মানজনক সিলভার প্লে বাটন।
সিএমভি’র ইউটিউব চ্যানেলটি এরমধ্যেই অর্জন করেছে দুই লাখ সাবস্ক্রাইবার। যার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির হেড অব আইটি সালেহ খান শাওন বলেন, ‘আমরা প্রতি সপ্তাহে মানসম্পন্ন নতুন নতুন মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ প্রকাশ করার চেষ্টা করছি শুরু থেকেই। বরাবরই সিএমভি চেষ্টা করে সস্তা বিনোদনের এই বাজারে মানসম্পন্ন কিছু ক্রিয়েটিভ ওয়ার্ক প্রতিজন সাবস্ক্রাইবারের কাছে নিয়মিত পৌঁছে দেওয়ার। এটাই আমাদের সফলতার মূল শক্তি।’