১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৩

মুর্তজারা বল হাতে রাশটা নিজেদের কাছেই রেখেছেন

স্পোর্টস ডেস্ক:

আগের দিন চিটাগং তাদের ঘরের মাঠে রানের বন্যা বইয়ে দিয়ে জিতেছে। কিন্তু পরের দিন যখন গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাচে তারা তাদেরই মতো মরিয়া রংপুর রাইডার্সের মুখোমুখি, তখন ইনিংসের মাঝপথ পর্যন্ত ঝড়ের দেখা নেই। এবারের আসরে সিলেটে প্রথম দেখায় সামান্য ব্যবধানেই রংপুরকে হারিয়েছিল চিটাগং। প্রতিশোধের মিশন এবং শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে মাশরাফি বিন মুর্তজারা বল হাতে রাশটা নিজেদের কাছেই রেখেছেন। এই প্রতিবেদন লেখার সময় শনিবার চট্টগ্রামে বিপিএলের দ্বিতীয় ম্যাচে ১০ ওভারে ৩ উইকেটে ৭৫ রান তুলেছে চিটাগং। শেষ রাতের ম্যাচের হিরো সিকান্দার রাজা ৮ এবং স্টিয়ান ভ্যান জিল ১৫ রানে ব্যাট করছেন।

.টস জিতেছেন মাশরাফি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে পাঠালেন চিটাগংকে। ১৩২ রানের সময়ই বিপজ্জনক লুক রনকি রান আউট। সিলেটের ম্যাচে ৭৮ রান এসেছিল তার ব্যাট থেকে। এবার ১১-তে আউট। সৌম্য সরকারের ইনিংস বাড়তে চায় না। বাড়তে বাড়তে থেমে যায়। এক ম্যাচ ছাড়া এনামুল হক বিজয়ের বাজে অবস্থাই। তো আগে বিজয় ৭ রান নিয়ে ফিরলেন মাশরাফির শিকার হয়ে। এরপর ২৬ রানে সৌম্যর ৩০ রানের ইনিংসটি শেষ নাহিদুল ইসলামের বলে বোল্ড হয়ে। ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে তখন চিটাগং।

৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে এখন টুর্নামেন্টের প্রাক ফেভারিট রংপুর। সমান ম্যাচে চিটাগং ৫ পয়েন্ট নিয়ে ৭ দলের একেবারে শেষেরটি। আগের দিনই বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে। সেখানে ভিন্ন ভাগ্য বরণ করতে হয়েছে দুই দলকে। রংপুর ১৫৯ রান তাড়া করেও জিততে পারেনি খুলনা টাইটান্সের বিপক্ষে। হেরেছে ৯ রানে। আর চিটাগং ঘরের দর্শকদের মন ভালো করে দিয়ে ২১১ রানের পাহাড় গড়ে তুলেছিল সিলেট সিক্সার্সের বিপক্ষে। আর সেই পাহাড় টপকাতে না পেরে ৪০ রানে হেরেছে প্রতিপক্ষ। নিজেদের মাঠে মোট চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে চিটাগং। আর তিনটি বাকি। আগের ম্যাচে প্রবল দাপটের জয় নিশ্চয়ই তাদের জাগিয়ে তুলেছে নতুন ভাবে।

আগের ম্যাচে শাহরিয়ার নাফীসকে বাদ দিয়ে রংপুর বুঝেছে মিডল অর্ডারের ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়টি। ফজলে মাহমুদের জায়গায় একাদশে ফিরেছেন নাফীস। ওদিকে চিটাগং ব্যাটিং শক্তি আরো বাড়াতে শুভাশিষ রায়কে বাদ দিয়ে দলে ঢুকিয়েছে আল আমিনকে। নিয়মিত অধিনায়ক মিসবাহ উল হক দলেই জায়গা হারিয়েছেন। আগের ম্যাচের মতো এটিতেও অধিনায়ক লুক রনকি।

চিটাগং ভাইকিংস একাদশ : লুক রনকি (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজিবুল্লাহ জাদরান, সিকান্দার রাজা, স্টিয়ান ভ্যান জিল, আল আমিন, লুইস রিস, তানবীর হায়দার, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ।

রংপুর রাইডার্স একাদশ : ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফীস, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রবি বোপারা, থিসারা পেরেরা, নাহিদুল ইসলাম, লাসিথ মালিঙ্গা, সোহাগ গাজী, রুবেল হোসেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ৭:৫০ অপরাহ্ণ