২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০৮

বিভিন্ন রোগ নিরাময়ে ডাবের পানি

স্বাস্থ্য ডেস্ক:

আজকাল আবহাওয়াটা ভিন্ন। খুব গরম পড়ছে কখনো, আবার হুট করে বৃষ্টিও হচ্ছে। ঋতু পরিবর্তনের এই সময়টায় মানুষ বিভিন্ন ধরণের অসুখে ভোগে, কারণ বাইরের খোলা খাবার ও কোমল পানীয়ের সাথে ঋতু পরিবর্তনের ব্যাপারটাও টের পায় শরীর।। কিন্তু আমরা এইসব বাইরের খাবার বর্জন করে যদি ঘরের খাবার খাই ও পানীয় হিসেবে ডাবের পানি পান করি তা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারি। ডাবের পানির উপকারিতা অনেক, এটি সাহায্য করে অনেক রোগ নিরাময় করতে। জেনে নিন ডাবের পানির ব্যাবহার সম্পর্কে। এই ঋতুতে প্রতিদিন ডাবের পানি আপনাকে রাখতে পারে সুস্থ, সতেজ ও চনমনে।

গরমে হাইড্রেশনের সমস্যায় ডাবের পানি কার্যকারী ভূমিকা পালন করে।

ডাবের পানি কলেরা প্রতিরোধ বা উপশমে কাজ করে।

হজম শক্তি বৃদ্ধি করে।

ব্যায়ামের পর ডাবের পানি পান করলে শরীরের ফ্লুইডের ভারসাম্য বজায় থাকে।

ঘামাচি, ত্বক পুড়ে গেলে বা র‍্যাশের সমস্যায় ডাবের পানি লাগালে আরাম পাবেন।

ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে সহায়তা করে।

ব্লাড সার্কুলেশন ভালো করতে ডাবের পানি উপকারী।

ডাবের পানি গ্রোথ বাড়াতে সাহায্য করে।

বদহজম দূর করে।

কোলাইটিস, গ্যাসট্রিক, আলসার, ডিসেন্ট্রি ও পাইলসের সমস্যায় কাজে দেয়।

ঘন ঘন বমি হলে ডাবের পানি ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে।

ডাবের পানিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা আমাদের শরীরের জন্য উপকারী।

কিডনীতে পাথর সমস্যা দূর করতে ডাবের পানি ঔষুধ হিসেবে কাজ করে।

তথ্য ও ছবি : ইন্টারনেট

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ১০:৩১ পূর্বাহ্ণ