১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২১

যুক্তরাষ্ট্রকে একটি ‘গিফট প্যাকেজ’ দিয়েছে উ.কোরিয়া: হান তাই সং

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া তার সর্বশেষ বার্তায় জানায় যে যুক্তরাষ্ট্রকে সম্প্রতি একটি ‘গিফট প্যাকেজ’ দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের জন্য আরো উপহার সামগ্রী রয়েছে বলেও ইঙ্গিত করা মঙ্গলবারের বিবৃতিতে। জেনেভায় আয়োজিত দু’দিন ব্যাপী একটি সম্মেলনে বক্তৃতা দানকালে জাতিসংঘে উত্তর কোরিয়ার দূত হান তাই সং বলেন, সাম্প্রতিক হাইড্রোজেন বোমার বিস্ফোরণের ঘটনাটি যুক্তরাষ্ট্রের প্রতি উত্তর কোরিয়ার একটি ‘গিফট প্যাকেজ’। উত্তর কোরিয়ার ভাণ্ডারে এমন আরো অনেক গিফট রয়েছে বলেও টিপ্পনী কাটেন। খবর রয়টার্সের।

জাতিসংঘে উত্তর কোরিয়ার এই বিশেষ দূত হুশিয়ারি দেন, ‘যতদিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে উস্কানি ও হুমকি ধমকি দেবে, চাপে ফেলার ব্যর্থ চেষ্টা চালাবে ততদিন এমন গিফট প্যাকেজ পেয়ে যাবে।’

উল্লেখ্য গত রোববার উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো শক্তিশালী পারমাণবিক পরীক্ষা চালায়। এবার তারা উচ্চক্ষমতা সম্পন্ন হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে।

উত্তর কোরিয়ার সকল পারমাণবিক পরীক্ষাগুলো চালানো হয়েছে পুঙগাই রাই নামে গভীর পার্বত্য এলাকার ভূগর্ভস্থ কয়েকটি স্থানে। এজন্য অন্য কোনো পক্ষ উত্তর কোরিয়ার দাবিগুলোর সত্যতা নির্ণয় করতে পারছেনা। কিন্তু রোববার হাইড্রোজেন বোমা বিস্ফোরণ পরবর্তী কোরিয়ান পেনিনসুলাতে যে ভূমিকম্প হয় রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৩।

এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্যদের আশঙ্কা উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে বা বেশ কাছাকাছি চলে এসেছে। সর্বশেষ বিস্ফোরণের ঘটনাটি গত বছরের পারমাণবিক পরীক্ষার চেয়ে ১০ গুণ বেশি শক্তিশালী বলে দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা জানাচ্ছে।
এদিকে নরওয়ে কর্তৃক পরিচালিত একটি ভূ-কম্পণ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সর্বশেষ হাইড্রোজেন বোমাটি ১২০ কিলোটন ক্ষমতার হতে পারে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৭ ১০:৩৮ পূর্বাহ্ণ