২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

মনিটরিং ও রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার পদে নিয়োগ

 

পিকেএসএফ (PKSF) এর অর্থায়নে পরিচালিত পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) সংস্থার (PACE) কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও পাদুকা শিল্পের যান্ত্রিকীকরণ ও বাজার ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বাস্তবায়নের লক্ষ্যে মনিটরিং ও রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার পদে আবেদন আহ্বান করা হচ্ছে।

যোগ্যতা:

– যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে ডেভেলপমেন্ট স্টাডিজ/ সমাজ বিজ্ঞান/ইংরেজি/পরিসংখ্যান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী
– মনিটরিং এবং রেজাল্ট ম্যানেজমেন্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞ এবং ইংরেজি ও বাংলায় প্রতিবেদন তৈরিতে পারদর্শী
– ড্রপ বক্স ব্যবহারে দক্ষ

কর্মস্থল: কিশোরগঞ্জ (ভৈরব)

বেতন সীমা: সর্বসাকুল্যে মাসিক ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা ও মোবাইল ভাতা ৮০০/- টাকা এবং প্রকল্প নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা

আবেদনের শেষ তারিখ : ২৫ জুলাই, ২০১৭

আবেদনের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি রঙিন ছবি এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (দুইজন পরিচয়দানকারীর নাম, কর্মস্থল, মোবাইল নম্বরসহ) A4 সাইজের সাদা কাগজে) আবেদনপত্র ‘উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭’ এই ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি পাঠাতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
ওয়েব সাইট: www.popibd.org

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ১২:৫০ অপরাহ্ণ