১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২২

সেনেগালে ফুটবল মাঠে দেয়াল ধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক:

সেনেগালে একটি ফুটবল স্টেডিয়ামে দেয়াল ধসে আটজন নিহত ও অন্তত ৪৯ জন আহত হয়েছে। রোববার সকাল বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সেনেগালের রাজধানীর ডাকারের ডেম্বা ডিওপ স্টেডিয়ামে স্টেড ডি এমবোওর ও ইউনিয়ন স্পোর্টিভ ওউয়াকামের মধ্যকাল লিগ কাপের ফাইনাল খেলা শেষে দেয়াল ধসের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খেলা শেষ হওয়ার পর প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এতে আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করলে হুড়োহুড়িতে দেয়ালটি ধসে পড়ে।

স্থানীয় সংবাদ সংস্থা এপিএসের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও দমকল কর্মীদের দেখা গেছে। লিগ কাপের ফাইনাল ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোল করে ম্যাচে জয় নিশ্চিত করে এমবোওর। খেলার শেষ বাঁশি বাজার পরপরই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ১২:৪৮ অপরাহ্ণ