১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

আজকের দিনে আপনার রাশিফল

মেষ : মনে কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি হওয়ায় আজ সারা দিন কর্মে ব্যাঘাত ঘটতে পারে। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সন্তানের আচরণে বদল লক্ষ্য করবেন। হাঁটু বা পায়ের ব্যাথা।
বৃষ  : আজ বিশেষ কোনও কাজের জন্য কর্মক্ষেত্রে সুনাম অর্জন। সন্দেহের জন্য দাম্পত্য কলহ বাধতে পারে। বাড়িতে নতুন যানবাহন কেনার পরিকল্পনা। হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে।
মিথুন  :সহকর্মীর বাজে ব্যবহারে কর্মস্থানে বিরক্তি ভাব থাকবে। সন্তানের বায়নায় নাজেহাল হওয়ার সম্ভাবনা। উপার্জনের হার বৃদ্ধি পেতে পারে। বিবাহের দিক শুভ।
কর্কট  : আজ বিলাসিতা বা সম্ভোগ সুখের জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। উচ্চ শিক্ষায় বাধা থাকলেও নিম্ন বিদ্যায় অগ্রগতি। আজ বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে। পুরনো রোগ ফেলে না রাখাই ভাল।
সিংহ  : আজ নিজের কোনও কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন। কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে। আপনার বিশ্বাসে কেউ আঘাত করতে পারে। সপরিবারে ভ্রমণ যোগ দেখা যাচ্ছে।
কন্যা  : আজ আয়ের পরিমাণ খুব ভাল হবে। সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে। নতুন বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীর ছলনার স্বীকার হতে পারেন।
তুলা  :  কর্মচারীর বুদ্ধিতে ব্যবসায় প্রচুর উন্নতি। কোনও বিষয়ে মনের উপর চাপ থাকবে। প্রেমে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ দেখা যাচ্ছে।
  বৃশ্চিক  : ব্যবসা বা কর্মে খুব ভাল যোগ দেখা যাচ্ছে কিন্তু পরিশ্রম যথেষ্ট করতে হবে। বাড়ির লোকের সঙ্গে ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। দাম্পত্য জীবনে একটু কলহ বাধতে পারে। হজমের সমস্যা।
ধনু  :আজ আয়ের পরিমাণ ভাল থাকলেও অর্থাভাব আপনাকে সমস্যায় ফেলবে। কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ আছে। নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা থাকবে। পরিবারে সন্মান বৃদ্ধি।
মকর : নিজের ভাল কাজের জন্য মানুষের কাছ থেকে প্রচুর সমবেদনা পাওয়ার আশা রাখতে পারেন। আর্থিক অবস্থা ভালই যাবে। বিদ্যার্থীদের জন্য সামনের সময়টা খুব একটা ভাল নয়।
কুম্ভ  : দিনটি প্রতিকুল, মামলা সংক্রান্ত কাজ বর্জন করাই শ্রেয়। স্বাস্থ্যকর জায়গায় ভ্রমণের উদ্দেশ্য সফল হতে পারে। দিনের প্রথমে কর্মে একটু বাধা থাকলেও পরে বাধা কেটে যাওয়ার সম্ভবনা।
মীন : কাজের সুযোগ আসতে পারে, হাতছাড়া না করাই শ্রেয়। ভাল ব্যবহারে সংসারে সুখ বিস্তার। বিদ্যার্থীদের জন্য দিনটি বিশেষ উপযুক্ত। হঠাৎ কিছু প্রাপ্তি হতবাক করতে পারে। জ্যোতিষ শ্রী জয়দেব

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ১২:৩৯ অপরাহ্ণ