১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

জয় দিয়ে সফর শেষ বিজয়-লিটনদের

অনলাইন ডেস্ক:

অস্ট্রেলিয়া সফরে তিনদিনের একমাত্র ম্যাচেও জয় পেয়েছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। ম্যাচের দ্বিতীয় দিন বোলাররা হতাশ করলেও শনিবার তৃতীয় দিনে দারুণ বোলিং করেছে বিসিবি হাই পারফরম্যান্স দল। ডারউইনে নর্দান টেরিটরি আমন্ত্রিত একাদশের বিপক্ষে ২১ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। এর আগে পাঁচটি একদিনের ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিল বিসিবি এইচপি দল। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়া সফর শতভাগ সাফল্য দিয়েই শেষ করলো লিটন কুমার দাস, এনামুল হক বিজয়রা।

বিসিবি এইচপি একাদশ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩১২ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। সেঞ্চুরি করেছিলেন ইরফান শুক্কুর। বিপরীতে নর্দান টেরিটরি ৩ উইকেটে ৩১৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে। তবে তৃতীয় দিনে দারুণ খেলেছে বাংলাদেশ। এদিন আগের দিনের সঙ্গে আর মাত্র ৩৬ রান যোগ করে ইনিংস ঘোষণা করে নর্দান টেরিটরি। এই ৩৬ রান তুলতে তাদের হারাতে হয় ৪ উইকেট।

৪০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২২৯ রানে গুটিয়ে যায় বিসিবি হাইপারফরম্যান্স দল। নর্দান টেরিটরির সামনে লক্ষ্য দাড়ায় ১৯০ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে টেরিটরিকে ১৬৮ রানে গুঁড়িয়ে দেন এইচপি বোলাররা। বিসিবি এইচপি একাদশ জয় পায় ২১ রানে।

সংক্ষিপ্ত স্কোর :
বিসিবি এইচপি একাদশ প্রথম ইনিংস : ৩১২/৬, ইনিংস ঘোষণা (ইরফান ১০৪*, মারুফ ৮৭, রাব্বি ২৭; বিংকস ২/৪৭)
নর্দান টেরিটরি আমন্ত্রিত একাদশ প্রথম ইনিংস : ৩৫২/৭, ইনিংস ঘোষণা (ডিকম্যান ১০২*, হ্যাকনি ৯৭; তানভীর ২/২৯)
বিসিবি এইচপি একাদশ দ্বিতীয় ইনিংস : ২২৯ (দ্বিতীয় ইনিংস)
নর্দান টেরিটরি আমন্ত্রিত একাদশ দ্বিতীয় ইনিংস : ১৬৮ (দ্বিতীয় ইনিংস)
ফলঃ বিসিবি এইচপি একাদশ ২১ রানে জয়ী।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ