২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৪৬

শাবানার বাসায় যান আজিজুর রহমান

কিংবদন্তি নায়িকা শাবানা অভিনীত অনেক কালজয়ী সিনেমার পরিচালক আজিজুর রহমান। সম্প্রতি থেকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন ‘ছুটির ঘণ্টা’-খ্যাত এ নির্মাতা। তার কয়েকদিন পরেই শাবানার সঙ্গে দেখা করলেন।

বিনোদন ডেস্ক:

শুক্রবার রাতে শাবানার বাসায় যান আজিজুর রহমান। ওই সময় আরো হাজির ছিলেন শাবানার স্বামী ওয়াহিদ সাদিক, পরিচালক মতিন রহমান, চিত্র তারকা মিশা সওদাগর, জায়েদ খান, সাইমন সাদিক, আনোয়ারা, রোজিনা, অঞ্জনা, পপি, নিপুনসহ অনেকে।মাস খানেক আগে আলমগীর, মৌসুমী, ওয়াহিদ সাদিক ও পরিচালক মুশফিকুর রহমান গুলজারকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন শাবানা। ওই সময় পরিচালক আজিজুর রহমানের অসুস্থতার খবর জানান। তার পরপরই গুণী এ নির্মাতার জন্য ২০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।দেড় যুগ আগে সিনেমা থেকে বিদায় নেন শাবানা। স্থায়ী হন যুক্তরাষ্ট্রে। মাঝে মাঝে ঢাকায় এলেও প্রকাশ্যে আসেননি আর। তার সাম্প্রতিক সফরে কিছুটা ব্যতিক্রম হলো।চলতি বছরের ২৫ মে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা দেয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। প্রথমে শোনা যায়, শাবানা হাজির থাকবেন সেই আয়োজনে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। অবশেষে ১০ জুলাই রাতে শাবানার হাতে ওই সম্মাননা তুলে দেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন।এছাড়া সম্প্রতি আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির হয়েছিলেন রুনা লায়লা ও আলমগীরের বাসায়। সে ছবি অনলাইনে ভাইরাল হয়ে ওঠে।কিছুদিন আগে ঘোষিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-এ আজীবন সম্মাননা বিভাগে নাম এসেছে শাবানার। ২৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার প্রদান করবেন। তবে ওই অনুষ্ঠানে শাবানা থাকবেন কিনা জানা যায়নি।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ণ