১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

আইএসএল প্রতিদ্বন্দ্বীতায় সৌরভ-শচিন ও গেইল

স্পোর্টস ডেস্ক:

গেইল বনাম শচিন, কিংবা গেইল বনাম সৌরভ। ক্রিকেট মাঠের বাইশ গজে নয়, এবার এই প্রতিদ্বন্দ্বীতা দেখা যেতে পারে আইএসএলে।ভারতের মিলিয়ন ডলার আইপিএলের জন্মলগ্ন থেকেই বিভিন্ন ফ্যাঞ্চাইজির হয়ে ক্রিকেট খেলেছেন ক্রিস গেইল। এবার ভারতীয় ফুটবলে মন মজেছে ‘ইউনিভার্সাল’ বসের। তাই আইএসএলে ফ্যাঞ্চাইজি দল কিনতে চান উইন্ডিজ ওপেনার। সেক্ষত্রে গেইলের নতুন টিমের সঙ্গে মহারাজের অ্যাটলেটিকো ডি কলকাতা বা শচিনের কেরালা ব্লাস্টার্সের টক্কর হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সবকিছুই এখন প্রাথমিক পর্যায়।বেঙ্গালুরুর এক গেইমিং কোম্পানির বিশেষ অনুষ্ঠানে ভারতে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্ট্রাইক ব্যাটসম্যান। সেখানেই বিরাট কোহলির ওপেনিং সঙ্গী জানালেন, ভারতীয় ফুটবলের আইএসএল টুর্নামেন্টে দল কিনতে আগ্রহী। সে বিষয়ে পরিকল্পনা করে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যাক্তিদের সঙ্গেও কথা বলেছেন বাঁ-হাতি ব্যাটসম্যান।গেইল আরও বলেন, আইএসএলের মতো মেগা টুর্নামেন্টে দলের মালিক হওয়া আমার কাছে সৌভাগ্যের হবে।উল্লেখ্য ইতিমধ্যেই ভারতীয় গেমিং সংস্থা আইওএনএ-তে লগ্নি করেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার। এবার বিরাটদের দেশের ফুটবলেও লগ্নি করতে আগ্রহী তিনি। শুধু ক্রিকেট মাঠেই নয়, ক্রিকেটের বাইরে খেলার দুনিয়ায় অর্থ লগ্নি করে ছক্কা হাঁকাতে চান সেটাই স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেটের বস।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ১১:৩২ পূর্বাহ্ণ