১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৯

নড়াইলে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৩৫

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জুয়াড়ি ও তিন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন ঘটনায় ৩৫ জনকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযানে নড়াইল সদর থানায় পাঁচ জুয়াড়ি, দুই মাদক ব্যবসায়ীসহ ১০ জনকে আটক করে। এছাড়া লোহাগড়া থানা পুলিশ ৮ জুয়াড়ি ও এক মাদক ব্যবসায়ীসহ ১৫ জন, কালিয়া থানা পুলিশ বিভিন্ন ঘটনায় ৬ জন ও নড়াগাতী থানা পুলিশ ৪ জনকে আটক করে।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে ২০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা এবং ১৩ জুয়াড়িকে ৪ হাজার ৪’শ টাকাসহ আটক করা হয়।

এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি, জুয়াড়িদের বিরুদ্ধে দুটি ও অন্যান্য ঘটনায় ৩টি মামলা হয়েছে বলে পুলিশ সুপার জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ১১:৩২ পূর্বাহ্ণ