২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

আইএসের আফগান প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বাহিনী অভিযান চালিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখার প্রধান আবু সায়িদকে হত্যা করেছে। শুক্রবার পেন্টাগন দাবি করে, চলতি সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলের কুনার প্রদেশে এ অভিযান চালায় মার্কিন বাহিনী। খবর এএফপির।

পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন বাহিনী গত মঙ্গলবার কুনারে হামলা চালালে আবু সায়িদ ছাড়াও আরো বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়। এতে ওই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর শক্তি খর্ব হয়েছে।’

আবু সায়িদকে নিয়ে ২০১৬ সাল থেকে আফগানিস্তানে এ পর্যন্ত আইএসের তিনজন প্রধান নেতা নিহত হলেন।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগান আইএসের প্রথম প্রধান হাফিজ সাঈদ খান নিহত হন।

এরপর চলতি বছরের ২৭ এপ্রিল ‍যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর যৌথ অভিযানে তার উত্তরসূরি আব্দুল হাসিব নিহত হন। হাসিবের পরবর্তী নেতা হয়েছিলেন সদ্য নিহত আবু সায়িদ।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও বিশেষ বাহিনীর সেনাদের সহযোগিতায় গত কয়েক বছর ধরে আফগানিস্তানের সৈন্যরা দেশটির পূর্বাঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে। এরই মধ্যে ‘মাদার অব অল বোম্বস’ ফেললে আইএসের অন্তত ৯৫ জন সদস্য নিহত হন।

ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে) নাম নিয়ে আইএসের আফগানিস্তান শাখা ২০১৫ সাল থেকে দেশটিতে সরকারি বাহিনী, যুক্তরাষ্ট্রের বাহিনী ও তালেবানদের বিরুদ্ধে লড়াই শুরু করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ১১:৩৪ পূর্বাহ্ণ