২০শে জানুয়ারি, ২০২৬ ইং | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৪৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি এলাকায় যানজট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার ভোর থেকে দাউদকান্দি টোল প্লাজা থেকে জুরানপুর এলাকা পর্যন্ত প্রায় ৩ কি.মি. এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

যানবাহনের গতি কম থাকায় মহাসড়কে যানজট ক্রমেই বাড়ছে।

মঙ্গলবার সকাল পৌনে ৭টায় দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, টোল প্লাজায় ওভারলোড কন্ট্রোল মেশিনে পণ্যবাহী যানবাহন চেকিং এবং টোল প্লাজায় টোল প্রদানের সময় যানবাহনের স্বাভাবিক গতিতে ছন্দপতন ঘটে কিছুটা যানজট হলেও তা স্থায়ী হচ্ছে না।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২০, ২০১৭ ১০:১২ পূর্বাহ্ণ