১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সাভারে আট হাজার পিস ইয়াবা ও ফেন্সিডিলসহ আমিন বাজার ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামিম মোল্ল্যাকে (৩৩) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে তাকে আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার থেকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।

ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আমিনবাজার ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামিম মোল্ল্যা ইয়াবা বিক্রি করে আসছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আট হাজার পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি সাভার ডিবি কার্যালয়ে রয়েছে। এদিকে ওই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করায় আমিনবাজারের সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) এফ এম সায়েদ বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আমরা মামলা দায়ের করে আদালতে প্রেরণ করবো। অন্যদিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এই ঘটনার সাভার মডেল থানা ও আশুলিয়ার থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছে পুলিশ

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২০, ২০১৭ ১০:০৮ পূর্বাহ্ণ