১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

রাস্তার বেহাল অবস্থা যানবাহন চলাচলে চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীর বালিয়াকান্দি-মধুখালী সড়কের বালিয়াকান্দি ওয়াপদা মোড়ের নিকট সড়কের মাঝে বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দীর্ঘদিন যাবৎ বালিয়াকান্দি-মধুখালী সড়কের বালিয়াকান্দি ওয়াপদা মোড়ের নিকটে সড়কের মাঝে গর্তের সৃষ্টি হয়। যানবাহন চলাচল করতে দুর্ভোগের শিকার হলে বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. নায়েব আলী শেখ নিজ উদ্যোগে খোয়া ও বালু ফেলে যানবাহন চলাচলের উপযোগী করে তোলে। বৃষ্টি ও যানবাহন চলাচলের চাপ বেড়ে যায়। ইট বালু সরে আবারও যানবাহন চলাচল করতে ভোগান্তির শিকার হয়। ভারী যানবাহন ও ঈদে ঘর মুখো মানুষ ও যানবাহনের চাপে প্রতিনিয়ত ভেঙ্গে যাচ্ছে। সোমবার ভারী যানবাহন চলাচল করতে না পারায় বালিয়াকান্দি বাজার হয়ে বিকল্প পথে যাচ্ছে যানবাহন।

সমস্যা থেকে মুক্তি পেতে এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৯:৫৮ পূর্বাহ্ণ