১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

বানিয়াচংয়ে গাড়ি খাদে নিহত ২, আহত ২০

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের বানিয়াচংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চান্দের গাড়ি খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। নিতহরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য হাফিজ উল্লাহ। তিনি নোয়াগর গ্রামের মৃত জমাদার উল্লাহর ছেলে। আর নিহত আমির হুসেন বানিয়াচং মাতাপুর মহল্লার মমতাজ হুসেনের ছেলে। সোমবার বিকালে বানিয়াচং-হবিগঞ্জ সড়কের ভাটিপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চান্দের গাড়িটি হবিগঞ্জ খোয়াইমুখ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বানিয়াচং আসার পথে ভাটিপাড়া নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আহত কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের আশংকা পানির নিচে গাড়ির ভেতরে আরও যাত্রী আটকে আছেন। আটকে থাকা যাত্রীদের উদ্ধারে হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন।
হবিগঞ্জ ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা সামছুল আলম জানান, রশি দিয়ে টেনে গাড়িটি খাদ থেকে উঠানো সম্ভব হচ্ছে না। গাড়ি উঠাতে গেলে রেকার কিংবা চেইনকব্জার প্রয়োজন। এটি ফায়ার সার্ভিস স্টেশনে না থাকায় উদ্ধার কাজে হিমশিম খাচ্ছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৯:৪৬ পূর্বাহ্ণ