১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

ঝুঁকির মুখে হবিগঞ্জ শহর, বিপদসীমার ওপর খোয়াই নদীর পানি

নিজস্ব প্রতিবেদক:

কয়েক দিনের টানা বর্ষণে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে হবিগঞ্জ খোয়াই নদীর পানি। হুমকিতে পড়েছে শহর রক্ষা বাঁধটিও। তাই হবিগঞ্জ শহর এখন প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছে। বাঁধ ভেঙ্গে যেকোনো সময় পানিতে তলিয়ে যেতে পারে হবিগঞ্জ শহর। এনিয়ে উদ্বেগ-আতঙ্কের মধ্যে রয়েছে শহরের বাসিন্দারা।
শহর রক্ষা বাঁধের কয়েকটি জায়গায় বেশি ঝূঁকিপূর্ণ থাকায় মাইকিং করে সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানা গেছে।
সর্বশেষ মঙ্গলবার সকালে খোয়াই নদীর পানি আরো বেড়ে বিপদসীমার ২৬৫ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । বাল্লা থেকে শেষপ্রান্ত মাদনা পর্যন্ত এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। তবে বেশি আতঙ্কিত শহরবাসী ।
দিকে, মঙ্গলবার রাত থেকেই হুমকিতে থাকা শহর রক্ষা বাঁধটি রক্ষায় শত শত মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকাবাসী বাঁধের পাশে অবস্থান করছেন।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক দিনের টানা বর্ষণের কারণে খোয়াই নদীর পানি বেড়েছে।
অপরদিকে, কয়েক দিনের টানা বর্ষণের কারণে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানেও জলাবদ্ধতা লেগে গেছে। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে জলাবদ্ধতা থাকায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২০, ২০১৭ ৯:৩৮ পূর্বাহ্ণ