২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১১

চাঁপাইনবাবগঞ্জে তরুণী হত্যায় ৫ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে এক তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া মামলার অপর ৬ জনকে খালাস দেওয়া হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন,আলমগীর হোসেন, নুরুল ইসলাম, জীবন ওরফে বাবু, কেতাব ও জেনারুল।

অতিরিক্ত সরকারি প্রকৌশলি (এপিপি) আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৪ সালের ২০ এপ্রিল রাত ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামের আইনাল হকের মেয়ে মুনিরা বেগমকে (২২) বিয়ের প্রলোভন দেখিয়ে একই উপজেলার আইড়ামারি গ্রামের কয়েশ আলীর ছেলে জীবন ওরফে বাবু ও তার সহযোগীরা পালাক্রমে ধর্ষণের পর হত্যা করে। এঘটনায় মুনিরা বেগমের মা সুলেখা বেগম ২০১৪ সালের ২২ এপ্রিল শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১৯, ২০১৭ ৭:৩৫ অপরাহ্ণ