নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরে ৩টি পৃথক বজ্রপাতে মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহত অন্য ৩ জন দিনমজুর বলে জানা গেছে।
আজ সোমবার দুপুরের দিকে সদর, সালথা ও চরভদ্রাসন উপজেলায় বজ্রপাতের ঘটনাগুলো ঘটে।
সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান জানান, কবিরপুরে খেয়াঘাট এলাকায় বজ্রপাতে মো. ওমর ফারুক (৪৩) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তার বাড়ি নাটোর জেলায়।
সালথা উপজেলায় ভাবুকদিয়া গ্রামে গৃহবধূ হেলেনা বেগম ও তার শিশুপুত্র হেলাল মারা যান। পরে মো. মিলন নামে আরও একজন মাঠে কাজ করার বজ্রপাতে নিহত হন বলে জানান সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফায়েকুজ্জামান।
চরভদ্রাসন উপজেলার চরহড়িরামপুর ইউনিয়নে বজ্রপাতে শেখ আদেল (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়। নিহত আদেলের বাড়ি কুষ্টিয়া জেলার মেহেরপুরের মিরপুর গ্রামে।
দৈনিক দেশজনতা/এন আর