গতকাল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।
এদিকে, কার্যনিবাহী পরিষদের ১১ সদস্যের মধ্যে জনপ্রিয় সাত চিত্রনায়িকা নির্বাচিত হয়েছেন। এরা হলেন- অঞ্জনা, রোজিনা, মৌসুমী, পপি, পূর্ণিমা, জেসমিন ও নাসরিন।
এ ছাড়া কার্যনিবাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস, আলীরাজ ও সাইমন সাদিক।
নির্বাচনে বিজয়ীরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। এবার ২১টি পদের বিপরীতে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৬২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৫৮ জন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

