২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৪

শতভাগ স্বচ্ছতা নিয়ে জঙ্গিবাদ দমন হচ্ছে : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশে জঙ্গিবাদ দমন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতা নিয়েই জঙ্গিবাদ দমন করা হচ্ছে। প্রতিটি অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জঙ্গিদের আত্মসর্পণের সুযোগ দেয়া হয়।

আজ শনিবার বিকালে ব্রাহ্মণাবড়িয়া জেলা পুলিশ লাইনে আয়োজিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গিদের আত্মীয়-স্বজনদের মাধ্যমেও তাদের আত্মসমর্পণের প্রস্তাব দেয়া হয়। কিন্তু জঙ্গিরা যখন আত্মসমর্পণ না করে নিজেরা আত্মঘাতী হয়ে পুলিশের ওপর আক্রমণ করে। তখন বাধ্য হয়েই পুলিশকে পাল্টা আক্রমণ করতে হয়। তিনি আরো বলেন, দেশে জঙ্গিবাদের ব্যাপকতা রয়েছে। জঙ্গিবাদ দমনে জাতীয় পর্যায়ে নতুন আরও একটি ইউনিট করা হচ্ছে। পাশাপাশি জেলা পর্যায়েও জঙ্গিবাদ দমনে কাউন্টার টেররিজম ইউনিট হচ্ছে।
এ সময় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশ :মে ৬, ২০১৭ ৭:১৫ অপরাহ্ণ