২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩১

পর্তুগালে দাবানলে দগ্ধ হয়ে নিহত সংখ্যা বেড়ে ২৫ জনে,আহত ২০ জন

আন্তর্জাতিক ডেস্ক :

পর্তুগালে ভয়াবহ দাবানলের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। কর্তৃপক্ষ জানিয়েছে, কোয়িমব্রা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্দে জেলার বনে আগুন লাগার পর গাড়ি দিয়ে পালানোর সময় দাবানলের কবলে পড়ে অনেকের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।   কেন্দ্রীয় অঞ্চলের বনে আগুন লাগার ঘটনায় ২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কর্মকর্তারা। দাবানলের ঘটনায় আরো আন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জন দমকল কর্মী।

প্রধানমন্ত্রী আন্তোনি বলেছেন, ‘ভয়াবহ একটি ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা। এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।’

Portugal

এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, নিহতদের মধ্যে ১৬ জন তাদের গাড়ির ভেতরে বদ্ধ অবস্থায় আগুনে পুরে মারা গেছেন। এছাড়া আরও তিনজনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দম বন্ধ হয়ে।  বনে কী কারণে আগুন লাগলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনাও সম্ভব হয়নি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৮, ২০১৭ ১১:৪৮ পূর্বাহ্ণ