১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী ব্রিজ থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবারের প্রবল বর্ষণে এ মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ এবং সড়কে পানি থাকায় শনিবার থেকেই এ যানজট অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের তারগাছ এলাকায় মালবোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তার উপর উল্টে যাওয়ায় সাইনবোর্ড থেকে টঙ্গী পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এছাড়া বোর্ড বাজার, সাইনবোর্ড, মালেকের বাড়ি, বাসন সড়ক, বর্ষা সিনেমা হল সংলগ্ন ও ভোগড়া বাইপাস এলাকায় বৃষ্টির পানি জমে থাকায় এবং রাস্তা ভাঙাচোরা থাকার কারণে যানবাহন ধীর গতিতে চলছে। ফলে ওই এলাকাতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে বাম দিকে কর্দমাক্ত থাকায় বড় গাড়িগুলো এক লাইন দিয়েই চলছে।

শনিবার সৃষ্টি হওয়া যানজটের কারণে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত আসতে অনেকের ৫ ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে। এ ধারাবাহিকতা রোববার সকালেও অব্যাহত রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৮, ২০১৭ ১০:৫৬ পূর্বাহ্ণ