১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:০৪

শাহজালালে সোনারবারসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৫ কেজি সোনাসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল। আবদুর রাজ্জাক খান নামের ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি শনিবার রাত দেড়টায় মালয়েশিয়া এয়ারলাইলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির জানান, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় রাজ্জাকের ব্যাগ তল্লাশি করে তারা পাঁচ কেজি চারশ গ্রাম সোনা পান। এর মধ্যে এক কেজি ওজনের পাঁচটি এবং একশ গ্রাম ওজনের চারটি সোনার বার পাওয়া যায় যার আনুমানিক মূল্য দুই কোটি ৭০ লাখ টাকা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৮, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ