১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৪

চরফ্যাশনে অগ্নিকান্ডে ২০টি দোকান ভস্মিভূত

ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন উপজেলা সদরের শরিফপাড়া ব্রীজ থেকে থানা রোডের পাবলিক টয়লেট পর্যন্ত বাজারের ২০টি দোকান শনিবার ভোররাতে আগুনে পুড়ে গেছে। চরফ্যাশন ও লালমোহন দমকল বাহিনীর ২টি ইউনিট ২ ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। চরফ্যাশন থানার ওসি এনামূল হক জানান অগ্নিকান্ডে বাজারের  মুদি মনোহরী, ফলের  দোকান,  মোবাইল সার্ভিসিং, ফার্মেসি,  সেলুন, হার্ডওয়ার  দোকান, ইলেক্টনিক্স  দোকানসহ ২০টি  ব্যবসায়ীক  দোকান পুড়ে  ছাই হয়েছে ।  চরফ্যাশন  বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মনিরউদ্দিন চাষী জানিয়েছেন  ভয়াবহ এ অগ্নিকান্ডে প্রায় তিন  কোটি টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।
চরফ্যাশন ফায়ার সার্ভিস  স্টেশনের ষ্টেশন অফিসার আবদুর রশিদ জানান চরফ্যাশন ও লালমোহেনের ২টি ইউনিটের ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন কোন প্রকার হতাহত ছাড়াই নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে। এটি বৈদ্যুতিক সর্টসার্কিট না নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান ও নিরূপন করা হচ্ছে।
চরফ্যাশন উপজেলা  চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ মনোয়ার  হোসেন, পৌরমেয়র বাদল কৃষণ দেবনাথসহ স্থানীয় জন প্রতিনিধি সহ  বিভিন্ন রাজনৈতিক দলের  নেতৃবৃন্দ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ৪:৩৮ অপরাহ্ণ