নিজস্ব প্রতিবেদক:
এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেতা তানভীর তনুর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তরুণীকে ধর্ষণের অভিযোগে তানভীর তনুকে শুক্রবার রাতে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস জানান, শুক্রবার বিকেলে এক তরুণী রূপনগর থানায় তনুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে রাতে তাকে গ্রেফতার করা হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের ২৫ বছর বয়সী তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তানভীর তনুর। তিনি তাকে মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দেন।
এরই সূত্র ধরে ৬ মে সাক্ষাতের কথা বলে তরুণীকে বাসায় ডেকে আনেন তনু। সেখানে তনু তাকে ধর্ষণ করেন। ঘটনার সময় তনু তার এক বন্ধুকেও ধর্ষণ করতে বলেন। তবে ওই তরুণী কৌশলে পালিয়ে যান। মামলার এজাহারে তিনি তা উল্লেখ করেছেন।
দৈনিক দেশজনতা/এমএম