১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০০

ঈদের আগেই গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক :

ঈদ-উল-ফিতরের আগেই সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবী মূর্তি অপসারণের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ।

শনিবার (৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে ওলামা লীগের নেতারা এ দাবি জানান।

তারা বলেন, ‘পবিত্র রমজান মাসের আগেই সুপ্রিম কোর্ট বা জাতীয় ঈদগাহ এলাকা থেকে মূর্তি অপসারণ করতে হবে। নইলে রমজান শরীফ শেষে ঈদগাহে ঈদের নামাজ মুসল্লিরা বয়কট করবে।’

সারাদেশে ৫৬০টি মসজিদ তৈরির প্রকল্প নেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানান বক্তারা।

মানবন্ধন সমন্বয় করেন ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী।  বক্তব্য রাখেন- মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, মাওলানা হাবীবুল্লাহ রূপগঞ্জী প্রমুখ।

প্রকাশ :মে ৬, ২০১৭ ৫:৪২ অপরাহ্ণ