১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুষ্টি সচেতনতা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (কুষ্টিয়া ) ‘স্বাস্থ্য এবং পুষ্টির উন্নয়নে গুরুত্ব’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ।
কনফারেন্সে উপস্থিত ছিলেন জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের প্রফেসর ড. মিটসুরু ওকুওয়াকি, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. নুরুল আবছার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. খালেদ হোসাইন প্রমুখ।
কনফারেন্সে বক্তারা সমসাময়িক পুষ্টি ও স্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক গবেষনাধর্মী নানা তথ্য উপাত্ত তুলে ধরেন। পরে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ একটি জার্নাল প্রকাশ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার ড. সেলিম তোহা ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড.শামসুল ইসলাম।
প্রকাশ :মে ৬, ২০১৭ ৫:৫০ অপরাহ্ণ