:
আগামী জাতীয় নির্বাচনের জন্য বিএনপি সাংগঠনিকভাবে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। শনিবার (৬ মে) খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।
একাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সরকার জাদুঘরে পাঠিয়েছে। দেশে এখন শেখ হাসিনা মার্কা গণতন্ত্র চলছে। এ কারণে শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন নয়, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেই নির্বাচনি পরিবেশ তৈরি করতে হবে। সেজন্যই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সব বিভেদ ও অনৈক্য ভুলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদী দুঃশাসনের পতন নিশ্চিত করতে হবে।’
দেশে অঘোষিত সামরিক শাসন চলছে মন্তব্য করেন রিজভী। তার অভিযোগ— আবারও মামলা, গণগ্রেফতার ও নির্যাতন শুরু হয়েছে, সারাদেশে বিএনপির কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী ক্যাডাররা হামলা চালাচ্ছে। তিনি বলেন, ‘শেখ হাসিনার গদি রক্ষা করতে পুলিশ মৃত ব্যক্তির নামেও মামলা দিচ্ছে! আজকের প্রেক্ষাপটে স্বাধীনতার সত্য ইতিহাস লেখা সম্ভব নয়। কারণ স্বাধীনতার ইতিহাস বিকৃতি করলে শাস্তি হবে এই মর্মে সংসদে আইন প্রণয়ন হতে যাচ্ছে। এ কারণে দুঃশাসনের বিরুদ্ধে লেখকরা সত্য ইতিহাস তুলে ধরতে পারবে না। সত্যি লিখলে তাদের আদালতে দাঁড় করানো হবে। দেশে এখন গণমাধ্যমগুলো নিয়ন্ত্রিত, কিন্ত সাংবাদিকরা স্বাধীনচেতা। তারা অনেক কিছু লিখতে চাইলেও মালিকপক্ষ সরকারি হুমকির কারণে অনেক সত্য প্রকাশ করেন না।’
কেন্দ্রীয় বিএনপির এ নেতা বলেন, ‘মেঘালয়ের বিষাক্ত পানির ঢলে মাছসহ আমাদের জলজ প্রাণী মারা গেছে। সরকার এর প্রতিবাদ পর্যন্ত করেনি। হাওর এলাকাকে দুর্গত ঘোষণা না করে তারা সমালোচিত হয়েছে। হাওরের দুর্গত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণও পৌঁছাতে পারেনি এ সরকার।’
দুঃশাসন এবং অগণতান্ত্রিক পরিস্থিতি থেকে দেশ এবং জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শরিক হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী। দেশের বর্তমান রাজনীতি, দলীয় অবস্থান ও ঐক্য প্রসঙ্গে মহানগর বিএনপির এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এখানে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু। খুলনা মহানগর ও সব ওয়ার্ড, থানা, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন।